• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চুয়াডাঙ্গায় অবসরে যাওয়া ঈমাম‌কে রাজকীয় বিদায়

  • ''
  • প্রকাশিত ০৮ মে ২০২৪

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গায় দীর্ঘ ৩৭ বছর পর অবসরে যাওয়া মসজিদের ঈমাম‌কে রাজ‌কিয় বিদায় দি‌য়ে‌ছে মস‌জিদ ক‌মি‌টি ও মুস‌ল্লিরা। মঙ্গলবার (৭ মে) বাদ এশা মস‌জি‌দে অনাড়ম্বর এক বিদায় অনুষ্ঠান আ‌য়োজন করা হয়।

মস‌জিদ ক‌মি‌টির সূ‌ত্রে জানা‌গে‌ছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নাম্বার ওয়া‌র্ডের বেলগাছি গ্রামের বা‌সিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চু্য়াডাঙ্গা হাসপাতাল রো‌ডে অব‌স্থিত বায়তুল আমান জামে মসজিদ এর পেশ ঈমাম ছি‌লেন। এমতাবস্থায় হা‌ফেজ আব্দুল মজিদ বয়‌সের ভা‌রে নু‌য়ে পড়ায় মস‌জিদ ক‌মি‌টি তা‌কে স্বসন্মা‌নে রাজ‌কিয় বিদায় জানায়।

৭ মে মঙ্গলবার বাদ এশা বিদায় অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, তা‌কে মস‌জিদ ক‌মি‌টি ওমরা হজ পালন করা‌বেন। এছাড়া নগদ ৩ লাখ টাকা ফু‌লের শু‌ভেচ্ছা দিয়ে বিদায় জানা‌নো হয়। এসময় উপ‌স্থিত মস‌জিদ ক‌মি‌টির লোকজনসহ সাধারণ মুস‌ল্লিরা তা‌কে জ‌ড়ি‌য়ে ধ‌রে কাঁন্নায় ভে‌ঙ্গে প‌ড়েন। প‌রে হা‌ফেজ আব্দুল ম‌জিদ‌কে ফুল‌দি‌য়ে সাজা‌নো মাই‌ক্রোবাসে ক‌রে বা‌ড়ি‌তে পৌ‌ছে দেয় মস‌জিদ ক‌মি‌টি।

হা‌ফেজ আব্দুল ম‌জি‌দের এই রাজ‌কিয় বিদা‌য়ে তার প‌রিবারসহ গ্রা‌মের সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের ক‌মি‌টি‌কে ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন। বিদায় অনুষ্ঠানে মস‌জিদ ক‌মি‌টির সদস্যরাসহ সাধারণ মুস‌ল্লিরা ও অত্র এলাকার হা‌ফেজ ওলামাগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads